শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোট দিতে আসছেন প্রতিবন্ধীরাও, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

ভোট দিতে আসছেন প্রতিবন্ধীরাও, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোট দিতে আসছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাও।

সকাল ৯টার দিকে হুইলচেয়ারে বসে এসেছেন ঢাবির এক শিক্ষার্থী। শাহবাগ মোড় দিয়ে ঢাবিতে প্রবেশ করতে দেখা গেছে এই শিক্ষার্থীকে। এসময় তাকে সহযোগিতা করেন তার সঙ্গে আসা একজন অভিভাবক।


বিজ্ঞাপন


এদিকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ডাকসু নির্বাচন কমিশন। যারা ব্রেইল পড়তে পারেন, সেসব দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা করে ব্যালট বানানো হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধকতা আছে এমন ৩০ জনের একটি তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন। এই ৩০ জনের জন্য আলাদা করে ৩০ পাতার একটি বুকলেট পেপারের মতো ব্যালট পেপার করা হবে।

ভোট শুরুর পর থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রথমবারের মতো হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বাইরে আটটি কেন্দ্রে হচ্ছে ভোট। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।

এবারের ৩৮তম ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন লড়ছেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের ৮টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে ৮১০টি বুথ। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর