ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচনে রোকেয়া হলের কেন্দ্র টিএসসিতে প্রথম এক ঘণ্টায় কত ভোট পড়েছে সেটি জানিয়েছেন কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বলেন, আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এক ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ৪০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে প্রথম ঘণ্টায় কেন্দ্রটিতে ৭৬০টির মতো ভোট পড়েছে।
বিজ্ঞাপন
তবে সব বুথে সমান ভোট পড়েনি। গড় হিসেবে প্রতিটি বুথে প্রথম ঘন্টায় প্রায় ৪০ জন করে ভোট দিয়েছেন বলে জানান এই ডাকসু নির্বাচনের কর্মকর্তা।
এ ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন তিনি। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫৬৬৫ জন।
এছাড়া জীবনের প্রথম বারের মতো ভোট দিয়ে অনেক তরুণ শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এএসএল/এআর






















































































































