ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হলসহ কয়েকটি হলে শিবিরের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভের খবর এসেছে। ফলাফল ঘিরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে ইসলামী ছাত্রশিবিরের সমর্থকের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে সাবেক শিবির ও শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। তারা ফলাফল এর তথ্য পেয়ে ‘শিবির শিবির’ স্লোগান ও ‘সাদিক-ফরহাদ’ স্লোগান দিচ্ছেন।
বিজ্ঞাপন
শিবিরের কর্মী রিপন বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। ঢাবির হলে হলে আমাদের নির্যাতন করেছে। এই বিজয় ঢাবির সকল ছাত্র সমাজের। এই বিজয় বাংলাদেশপন্থীদের।

শিবিরের সাবেক কর্মী রাকিব বলেন, বিভিন্ন প্রোপাগান্ডা অপপ্রচার চালিয়ে শিবিরের ওপর দমন নিপীড়ন চালানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, সত্যের জয় হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রথমবারের মতো হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বাইরে আটটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ।
বিজ্ঞাপন
টিএই/জেবি






















































































































