ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা শুরু থেকেই সচেষ্ট আছি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ডিসি মাসুদ আলম বলেন, সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা শুরু থেকেই সচেষ্ট আছি। বিশেষ করে ডাকসু নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি। তারা যেভাবে সহযোগিতা চাইছেন, আমরা সেভাবেই কাজ করছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। ভোট গ্রহণ থেকে শুরু করে গণনা শেষ হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় রাখতে পারলে সেটি আমাদের জন্য বড় সাফল্য হবে।
ভুয়া আইডি কার্ডধারী প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মাসুদ জানান, সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যারা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ঢোকার চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সোমবার রাতেও দুইজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নকল পরিচয়পত্র দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।
বিজ্ঞাপন
ভুয়া কার্ডধারীদের বিষয়ে ডিসি মাসুদ আলম বলেন, কেউ যদি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক হওয়া দু’জনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে—তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে কিংবা কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের হয়ে কাজ করছে কিনা তা যাচাই করা হচ্ছে।
এএইচ/এআর






















































































































