ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে। ভোটের দিন শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই ভোট দিতে কেন্দ্রে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় দেখা গেছে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের দীর্ঘ লাইন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচন আমাদের অনেক আবেগের, তাই ভোট শুরু হওয়ার আগেই ভোট দিতে চলে এসেছি।
বিজ্ঞাপন
ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন, ডাকসুর প্রতি আমার আবেগ রয়েছে। ভোরে ঘুম থেকে উঠেছি। এরপর ভোট দেওয়ার জন্য চলে আসছি। গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছি কাকে ভোট দিব। যারা আমাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ভোট দিব।
তিনি আরও বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার। সবাই কেন্দ্রে আসবে। দিনটা খুবই ভালো যাবে এবং এটি ঐতিহাসিক দিনও। এমন দিনের সাক্ষী হতে পারাও সৌভাগ্যের।
আরেক শিক্ষার্থী মিনহাজুল আবেদীন বলেন, ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা করার সুযোগ পায়। এই সুযোগ আজকে পাচ্ছি। ভোট কেন্দ্রে এসে খুবই ভালো লাগছে। অসাধারণ অনুভূতি।
তিনি আরও বলেন, আমরা চাই ডাকসুর মাধ্যমে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হবে। ক্যাম্পাসে কোনো ধরনের হানাহানি কিংবা মারামারি হবে না। সবাই নিজের মতো করে চিন্তার সুযোগ পাবে এবং বজায় থাকবে বাকস্বাধীনতা।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন পুরো দেশবাসী।
ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে৷ কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।
এসএইচ/এফএ






















































































































