শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুকে ‘ক্যালেন্ডার ইভেন্ট’ বানানো আপনাদের কর্তব্য: আখতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

ডাকসুকে ‘ক্যালেন্ডার ইভেন্ট’ বানানো আপনাদের কর্তব্য: আখতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, ডাকসুকে ‘ক্যালেন্ডার ইভেন্টে’ রূপ দেওয়া তাদের অন্যতম কর্তব্য।

আখতার হোসেন লিখেছেন, বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যুক্ত থাকা অনেকে এই নির্বাচনে অংশ নিয়েছেন। জয়ী হোন বা জয়ী না হোন—বাংলাদেশের জন্য আপনাদের প্রয়োজন। আপনাদের সেই স্পৃহা অটুট থাকুক।


বিজ্ঞাপন


ভিপি পদে বিজয়ী সাদিকসহ কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নবনির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়ে আখতার বলেন, ‘ডাকসুতে আপনারা আমার উত্তরসূরি। আমি এবং আমরা ফ্যাসিবাদের সময়ে ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্ট বানাতে পারিনি। আপনাদের ওপর এই কর্তব্য।’

নিজের দায়িত্বকালীন অভিজ্ঞতা তুলে ধরে আখতার লেখেন, মেয়াদ শেষে শিক্ষার্থীদের কাছে তিনি বাজেট ব্যয়ের হিসাব উপস্থাপন করেছিলেন। তবে পরবর্তীতে অন্যদের আমলে সেই ধারা বজায় থাকেনি। নবনির্বাচিতদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের জন্য শুরু থেকেই বাজেটের হিসাব উপস্থাপনের পণ করা সম্ভব।” 
 
শেষে তিনি জয়ী ও পরাজিত সবার জন্য শুভকামনা জানান।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর