মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের উত্তর কাটিয়ার হালিমা খাতুন শিশু সদন ও জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদিসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। পরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে শোক কর্মসূচি পালন করা হয়। এরপর তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।

আলোচনা সভায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোশহীন ও সংগ্রামী নেত্রী। গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর