বিএনপি চেয়ারপার্সন ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খুলনায় সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সাত দিন শোক পালনকালে খুলনা জেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করতে হবে।
বিজ্ঞাপন
তাৎক্ষণিক শোক বিবৃতিতে খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের মতো খুলনা জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় সাত দিনের শোক কর্মসূচি পালনকালে দোয়া ও কোরআন খতম হবে। একই সঙ্গে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের আহবান জানানো হয়েছে। একই সঙ্গে খুলনা মহানগর বিএনপি’র সঙ্গে সমন্বয় করে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি নেওয়া হবে। এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা বিএনপি নেতৃবৃন্দ আরও বলেছেন, চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃছায়া থেকে বঞ্চিত হলো। গভীর শোকাভিভূত দল-মত নির্বিশেষে সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।।
প্রতিনিধি/টিবি

