মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সরকার আগুন লাগাচ্ছে: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সরকার আগুন লাগাচ্ছে: মঈন খান

দেশে পরপর ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের জন্য এবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তার দাবি, সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এজন্য একের পর এক আগুন লাগাচ্ছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি করেন।  


বিজ্ঞাপন


ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এবারও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ সহস্রাধিক অসহায়, দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মঈন খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটার পর একটা আগুন লাগাচ্ছে। মার্কেটের আগুন যাতে না লাগে, তার দায়িত্ব সরকারের। আগুন লাগলে তা কীভাবে নিভাতে হবে, তার দায়িত্বও কিন্তু সরকারের। কিন্তু আওয়ামী সরকার প্রত্যেকটি দায়িত্বে ব্যর্থ হয়েছে।’

মঈন খান বলেন, ‘এ দেশের দরিদ্র যারা ক্ষুদ্র ব্যাবসায়ী, আপনারা দেখেছেন পরপর নিউমার্কেট, বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় দেখেছেন, একের পর এক আগুন লাগছে। এ আগুনের রহস্য কী?’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়, সেজন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।’


বিজ্ঞাপন


তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় মন্তব্য করে মঈন খান বলেন, ‘যেহেতু সরকারের দায়িত্ব রয়েছে, কেন আগুন লেগেছে, কীভাবে লেগেছে, কে লাগিয়েছে, সরকার তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করব। কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, ‘বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে আওয়ামী সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।’

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘গরিব দুঃখী ও অসহায় মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছে। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।’

অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর