মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তীব্র তাপদাহে ক্ষিপ্র আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

তীব্র তাপদাহে ক্ষিপ্র আগুন

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পরেও নিয়ন্ত্রণহীন। যদিও অগ্নিকাণ্ডের পর থেকে একে একে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিজি, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। 

অনেকেই মনে করছেন, কয়েকদিন ধরে চলমান তীব্র তাপদাহের কারণে আগুনেরও তীব্রতা বেড়েছে। অত্যাধিক গরমের কারণে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হচ্ছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বর্তমান তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিকে তীব্র তাপ-প্রবাহ বলা হয়ে থাকে। এ সময় বৃষ্টির পানিই একমাত্র আগুন সহজে নিভিয়ে ফেলতে পারে বলে ধারণা করছেন তারা।


বিজ্ঞাপন


এদিকে সময় বাড়ার সাথে সাথে ভয়াবহ রূপ নিচ্ছে নিউ সুপার মার্কেটের আগুন। অগ্নিকাণ্ডের খবর শোনার অল্প কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ শুরু করলেও ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটে। ফলে শুরুর দিকে কেউ কেউ ঝুঁকি নিয়ে মালামাল বের করতে পারলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আর কেউ বের করতে পারছেন না। যে কারণে নিজের চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন দোকান। যে দোকান ঘিরে তাদের স্বপ্ন। 

ভোরে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন অনেক ব্যবসায়ী। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে বিপুল মালামাল তুলেছিলেন দোকানে। কিন্তু সব কিছু চোখের সামনে শেষ হয়ে গেল।

আগুন লাগার তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরাও। এছাড়া ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে র‌্যাব ও বিজিবির সদস্যরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর