‘আমাদের ব্যবসা মূলত ঈদ কেন্দ্রিক। ঈদের কয়েক দিন আগেই আমাদের মূল ব্যবসা হয়। আগুনের কারণে ঈদের ব্যবসা শেষ হয়ে গেল।’
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলছিলেন এ কথা।
বিজ্ঞাপন
সব দোকান মালিকদেরকে নিয়ে এই জায়গায় অবস্থান করছেন জানিয়ে আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউ সুপার মার্কেটে আগুন লাগায় নিউ মার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি।
এর আগে শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে রাজধানী নিউমার্কেট এলাকায় লাগা ভয়াবহ আগুনে অসুস্থ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের ঢামেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের সদস্য, একজন বিমানবাহিনী সদস্য, একজন আনসার সদস্য ও বাকিরা দোকান কর্মচারী।
বিজ্ঞাপন
/এএস




































































