নিউ সুপার মার্কেটের আগুনে ১১ লাখ টাকার মালামাল পুড়ে নিঃস্ব হয়েছেন আলেয়া। তিনি আহাজারি করে বলেন, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১১ লাখ টাকা ঋণ করে ঈদের জন্য মালামাল কিনছিলাম। সব পুড়ে শ্যাস হইয়া গেছে। আমি নিঃস্ব হইয়া গেছি। এখন এই ধারের টাকা ক্যামনে পরিশোধ করুম।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেইলকে এভাবেই আহাজারি বলছিলেন আলেয়া।
বিজ্ঞাপন
নিউ সুপার মার্কেটের আগুনে পুড়ে গেছে তার দোকান। সব হারিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তিনি।

তার মতোই ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী বলেন, আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দুইটা দোকান ছিল। অহন কি করুম কোনো দিশা-দুয়ার পাইতাছি না।
উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।
টিএই/এমএইচএম




































































