রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণে একদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে নিউমার্কেট। এছাড়া পাশের চন্দ্রিমা মার্কেটের কিছু অংশ খুলেছে। যদিও এসময় মার্কেটগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের খুব একটা ভিড় দেখা যায়নি। অনেকটাই ক্রেতা শূন্য নিউমার্কেট।
রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেটসহ এর আশপাশ ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিজ্ঞাপন
সরেজমিনে সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, নিউমার্কেটের চার নম্বর গেট বন্ধ। এছাড়াও মিরপুর রোড সংলগ্ন সব গেটই বন্ধ। অন্যদিকে নীলক্ষেত থেকে শুরু হয়ে বিজিবি গেট অংশের গেট খোলা রয়েছে। এসময় হাতে গোনা কিছু দোকানও খোলা দেখা যায়। যদিও বেলা বাড়ার সাথে সাথে সবগুলো গেট খুলে দিতে দেখা গেছে। বেলা বাড়লেও দুপুর ২টা পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়নি।
অন্যদিকে, নিউমার্কেটের প্রতিটি দোকানের সামনে হাঁটার রাস্তা ব্লক করে বসানো অধিকাংশ বন্ধ দেখা গেছে। এ নিয়ে দোকানিদের সাথে কথা বলে জানা যায়, বেলা ১১টার পর অর্ধেক দোকানি দোকান খুলেছেন। বেলা বাড়তেই প্রায় অধিকাংশ দোকানিই দোকান খুলে বসেন।
ক্রেতাদের এমন কম উপস্থিতির কারণ জানতে চাইলে এক দোকানি বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ’ গণমাধ্যমে এমন ভুল তথ্য প্রচারের কারণে অনেক ক্রেতা আসছেন না। কারও কারও ধারনা আগুন নিউমার্কেটেই লেগেছে। এছাড়াও মিরপুর রোড ধরে ক্রেতারা গাড়ি থেকে নামেন, তারপর ফুটওভার ব্রিজে (নিউমার্কেট-গাউছিয়া পালা ব্রিজ) এ পাশে আসেন। যেটা সিটি করপোরেশন ব্যবহার অনুপযোগী করে দিয়েছে। চাইলেও এক পাশের লোক অন্য পাশে যেতে পারে না। এছাড়াও তীব্র গরমও ক্রেতা না আসার অন্যতম কারণ। সন্ধ্যা পর ক্রেতার সমাগম ঘটবে বলেও আশা তাদের।
অন্যদিকে নিউমার্কেটে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এমন গরমে বাসা থেকে বের হওয়ার উপায় নেই। রোজা রেখে তো বের হওয়ার কথা চিন্তাই করা যায় না। তাই অনেকেই রাতে বের হচ্ছেন। এছাড়াও নিউমার্কেট কেন্দ্রিক দোকান পোড়ার সংবাদে অনেকেই ভিন্ন চিন্তা করছে। ঈদ কেনাকাটা সারতে অন্যত্র যাচ্ছেন।
বিজ্ঞাপন
আজিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, না পারতে এসেছি। প্রচণ্ড গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। গণমাধ্যমে দেখেছি মার্কেট পুড়ছে। যা ক্রয় করার করেছি, অগ্নিকাণ্ডস্থল কৌতূহল থেকে দেখতে আসা। ফুটওভার ব্রিজ বন্ধ থাকায় দুনিয়ায় ঘুরে নিউমার্কেট অংশে আসতে হয়।
এদিকে নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট ছাড়া গাউছিয়া, নূরজাহান মার্কেটসহ আশপাশের অন্যান্য মার্কেটগুলোতে ক্রেতাদের সরগরম উপস্থিত দেখা গেছে।
মার্কেট খোলার বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেট ছাড়া সব মার্কেটই আবার খোলা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের কারণে শনিবার রাস্তা বন্ধ থাকায় মার্কেটগুলো বন্ধ ছিল। রাস্তা খুলে দেওয়ায় ব্যবসায়ীদের দোকানে যেতে বাধা নেই।
নিউমার্কেট এলাকায় অন্যান্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে— ধানমন্ডি হকার্স মার্কেট, গ্লোব সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, নেহার ভবন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিংমল ও ইস্টার্ন মল্লিকা ইত্যাদি।
উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।
ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা।
ডিএইচডি/এএস




































































