রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতর থেকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। নারী-পুরুষ যে যেভাবে পারছেন, তাদের দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন।
অনেককে দেখা গেছে তাদের দোকানের মালামাল যতটা বের করতে পেরেছেন সেগুলো বাসাবাড়িতে নিয়ে যাচ্ছেন। ঈদের আগে আগুনের এমন ঘটনায় হতবাক ব্যবসায়ীরা। নির্বাক হয়ে তাকিয়ে আছেন অনেকেই। অনেকে মালামাল বের করতে না পেরে হাইমাউ করে কাঁদছেন।
বিজ্ঞাপন
ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ টাকার মালামাল তুলেছিলেন দোকানে। কিন্তু সব কিছু চোখের সামনে শেষ হয়ে গেল।
আগুন লাগার তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
ডিএইচডি/এমএইচএম




































































