মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অগ্নিকাণ্ড ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

অগ্নিকাণ্ড ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ ভূমিকায় স্বেচ্ছাসেবী সংগঠন

রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্ধার কার্যক্রমে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ক্লান্ত হয়ে ভেতর থেকে ফিরে আসলে অথবা কাউকে উদ্ধার করা হলে রোভার স্কাউট সদস্যরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। ক্লান্ত ফায়ার সার্ভিসের কর্মীদের মাথায় পানি ঢেলে স্বাভাবিক করার চেষ্টা করছেন। তাদেরকে পানি পান করাচ্ছেন।


বিজ্ঞাপন


আবার স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের একটি বড় দল অংশ নেন উদ্ধার কাজে। অ্যাম্বুলেন্স ফাস্ট এইডসহ নানা ধরনের সরঞ্জামাদি নিয়ে তারা সেবা দিয়ে যাচ্ছেন।

dm

রেড ক্রিসেন্ট-এর যুব প্রধান সুজন ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমাদের এখানে ৫০ জনের একটি দল কাজ করে যাচ্ছে। তারা তাৎক্ষণিক চিকিৎসা সেবাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সেবা প্রদানের জন্য আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে।

এছাড়াও আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজে সহযোগিতা করে যাচ্ছেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর