বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুনের তীব্রতা। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যাও। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায় প্রথম ইউনিট। এরপর শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। সঙ্গে আছে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরাও।
এদিকে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১০ ইউনিট বিজিবি। সেখানকার ব্যবসায়ী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি ও সাধারণ মানুষ সবার সম্মিলিত চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে পানি স্বল্পতার কারণে অগ্নিনির্বাপণ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এরইমধ্যে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ছয় কর্মী।
বিজ্ঞাপন
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে মার্কেটটির তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লাগল তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে তীব্র ধোঁয়ায় ১০ জন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স সংস্থাটি।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন নিউ সুপার মার্কেটের এই ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। গত কয়েকদিন আগেই অনেকটা একই সময়ে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় ভস্মিভূত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেট।
কেআর/এইউ




































































