মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অগ্নিকাণ্ড: শ্বাসকষ্ট নিয়ে ঢামেকে ভর্তি ২২ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১১:১৮ এএম

শেয়ার করুন:

অগ্নিকাণ্ড: শ্বাসকষ্ট নিয়ে ঢামেকে ভর্তি ২২ জন

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জনকে ভর্তি করা হয়েছে। যাদের বেশির শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি ঢাকা মেইলকে বলেন, ফায়ার সার্ভিস থেকে নয়জন, একজন আনসার, একজন বিমান বাহিনীর, বাকিরা বিভিন্ন দোকান কর্মচারী।

বাচ্চু মিয়া বলেন, যাদেরকে ভর্তি করা হয়েছে বেশির ভাগই শ্বাসকষ্টের সমস্যা। আগুন নেভানোর কাজে তারা নিয়োজিত ছিলেন। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট উঠেছিল, এ কারণে দ্রুত হাসপাতালে আনা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

fire2

সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।


বিজ্ঞাপন


এমআইকে/ডব্লিউএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর