মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ডিএসসিসির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ডিএসসিসির তদন্ত কমিটি

ঢাকার নিউমার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে লাগা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করবে সংস্থাটি।

রোববার (১৬ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।


বিজ্ঞাপন


ওই আদেশ সূত্রে জানা যায়, করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

Fireএর আগে গতকাল শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিউমার্কেট এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আমরা শঙ্কিত, উদ্বিগ্ন। একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ড ঘটছে, তাই আমরা শঙ্কিত। নাশকতা কি-না তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহ্বান জানাই। সেই সঙ্গে গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করছি।

Fireউল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।

ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীও। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।


বিজ্ঞাপন


ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর