বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার আগুন লাগল রাজধানীর নিউমার্কেট এলাকায়। ব্যস্ততম এই এলাকার নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট। একপর্যায়ে ডাকা হয় সেনাবাহিনীর সদস্যদের।
বিজ্ঞাপন
এদিকে সকাল পৌনে ৭টার দিকে এক বার্তায় আইএসপিআর জানিয়েছে, নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
গত ৪ এপ্রিল বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেছেন।
আগুন লাগার কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এই আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৫টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিইউ/এইউ




































































