মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খবর পেয়ে দৌড়ে আসছেন ব্যবসায়ীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

খবর পেয়ে দৌড়ে আসছেন ব্যবসায়ীরা

ঘুম থেকে উঠেই মার্কেটে অগ্নিকাণ্ডের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসছেন ব্যবসায়ীরা। এ সময় হাউমাউ করে কাঁদতে দেখা গেছে অনেককে। ব্যবসায়ীদের কেউ কেউ খুব ভোরে সেহেরি খেয়ে বাসায় ফিরেছেন দোকান থেকে। 

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 


বিজ্ঞাপন


এদিকে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে একযোগে কাজ করছেন ব্যবসায়ীরাও। ঘটনাস্থলে আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিউ মার্কেট এলাকায় ভিড়ও বাড়ছে মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।
 
মার্কেটের ব্যবসায়ী ইমরান বলেন, হঠাৎ করে আমার পাশের ব্যবসায়ী ফোন করে কয় আমাগো মার্কেটে আগুন লাগছে। বাসা থেকে যা পরনে ছিল তা নিয়ে দৌড়াই আইছি। এখনও জানি না কি অবস্থা। আল্লাহ জানে সব। ইতোমধ্যেই অনেক ব্যবসায়ীরা খবর পাওয়া মাত্র যে যেভাবে পেরেছে সেভাবেই ছুটে আসে মার্কেটে।

আগুনের পরিস্থিতি দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন ফুটওভার ব্রিজে। যেকোনো ধরনের বিপদ বা ঝুঁকি এড়াতে সেখান থেকে নেমে যাওয়ার জন্য মাইকিং করছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য। 

ডব্লিউএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর