মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার

রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে নাশকতার কোনো আলামত পুলিশ পায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এটা নিছক দুর্ঘটনা বলে জানান নগর পুলিশের প্রধান।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এটি নাশকতা কি না সেটি খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত এই আগুনের ঘটনায় কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি।

ডিএমপি কমিশনার জানান, ঢাকায় যেসব বিপণিবিতান রয়েছে সেসব মার্কেটের সামনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

FF2


বিজ্ঞাপন


এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর