মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ডে আমরা শঙ্কিত: তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ডে আমরা শঙ্কিত: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আমরা শঙ্কিত, উদ্বিগ্ন। নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দায়ী করছেন, যা গুজব এবং ভিত্তিহীন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিউমার্কেট এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


নিউ সুপার মার্কেটের ঘটনাকে কেন্দ্র করে কোনোপ্রকার গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। মার্কেটের সঙ্গে সংযুক্ত পথচারী পারাপার সেতুর (ফুটওভার ব্রিজ) সংযোগ বিচ্ছিন্নকরণে করপোরেশন কর্তৃক গৃহীত উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে।

f

ডিএসসিসি মেয়র বলেন, একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ড ঘটছে, তাই আমরা শঙ্কিত। নাশকতা কিনা তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহ্বান জানাই। গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করছি। 

অগ্নিকাণ্ডের ঘটনায় পাকা ব্রিজ অপসারণের কোনো সম্পর্ক নেই জানিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নিউমার্কেট-গাউছিয়া মার্কেটের সঙ্গে সংযোগ সৃষ্টি করা পথচারী পারাপার সেতুর (ফুটওভার ব্রিজ) সংযোগ বিচ্ছিন্নকরণে করপোরেশনের উদ্যোগকে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। ঢাকা নিউ মার্কেটের সঙ্গে সংযুক্ত পথচারী পারাপার সেতুটি (ফুটওভার ব্রিজ) গতবছরই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তখন সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফলক ঝুলিয়ে দেওয়া হয় এবং সেতুটি বন্ধ করে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


এর আগে সিটি করপোরেশন থেকে জানানো হয়, নিউমার্কেট-গাউছিয়া মার্কেটের সঙ্গে সংযোগ সৃষ্টি করা পথচারী পারাপার সেতু (ফুটওভার ব্রিজ) অত্যন্ত অনিরাপদ। গত ১২ এপ্রিল সেতুটির সঙ্গে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন করতে ঠিকাদার নিয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায় গত রাত (১৫ এপ্রিল) ২টা হতে ভোর ৫টা ১৫ মিনিট পর্যন্ত সেতুটির সঙ্গে মার্কেটের ২য় তলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং করপোরেশন ওইদিনে মতো কার্যক্রম শেষ করে।

h

এদিকে ভোর ৫টা ৫০ মিনিটে আগুন লাগে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। সুতরাং অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় হতে আধা ঘণ্টারও বেশি আগে সেতুর সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায়, এর সঙ্গে দৃশ্যত ও অদৃশ্য কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তারপরও কিছু স্বার্থান্বেষী মহল সেতু অপসারণের সঙ্গে আগুন লাগাকে একসূত্রে গাঁথার অপচেষ্টায় লিপ্ত।

সিটি করপোরেশন বলছে, অগ্নিকাণ্ডের সঙ্গে করপোরেশন কর্তৃক সেতু বিচ্ছিন্নকরণের সংযোগ নেই। কারণ সেতু বিচ্ছিন্নকরণ স্থান হতে ৪০০ ফুটেরও অধিক দূরত্বে আগুন লেগেছে। সেতু বিচ্ছিন্নকরণে করপোরেশন কোনো গ্যাস কাটার ব্যবহার করেনি। হুইল এক্সক্যাভেটর ব্যবহার করে সেতু বিচ্ছিন্ন করা হয়েছিল। আর বিচ্ছিন্নকরণ স্থানে করপোরেশনের কর্মকর্তা, ডিপিডিসির কর্মকর্তা উপস্থিত ছিলেন। যাতে করে নিরাপদে এই কার্যক্রমটি সম্পন্ন করা যায়। এছাড়াও সেতুর সঙ্গে মার্কেটের সংযোগ বিচ্ছিন্নকরণের আগে থেকেই সেতুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএইচডি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর