মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগুন নেভাতে পানি দিচ্ছে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১০:২০ এএম

শেয়ার করুন:

আগুন নেভাতে পানি দিচ্ছে ওয়াসা

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। সেই পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। 


বিজ্ঞাপন


আগুন নেভাতে যখন পানির প্রয়োজন, তখন এগিয়ে আসে ঢাকা ওয়াসা। সংস্থাটির পানির গাড়িতে করে একের পর গাড়ি পৌঁছাচ্ছে অগ্নিকাণ্ডস্থলে। ওয়াসার গাড়ি থেকে পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়িতে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি থেকে সে পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।

wasa

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার একজন কর্মী ঢাকা মেইলকে জানান, এই পানি আনা হচ্ছে ঢাকা ওয়াসার জোন-৩ থেকে। সকাল থেকে ১২ গাড়ির মতো পানি এসেছে বলে জানান তিনি। 

ওয়াসার গাড়ি থেকে পানি ফায়ার সার্ভিসের গাড়িতে দেওয়ার কাজটাও করছেন ওয়াসাকর্মীরা। 


বিজ্ঞাপন


আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।

কারই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর