মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাশকতা কি না খতিয়ে দেখতে অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

নাশকতা কি না খতিয়ে দেখতে অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা সেটি খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অনুরোধ করেন। এসময় আগুন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।

তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ, তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এই ঘটনায় শুধু ফায়ার সার্ভিসের ১০জন অসুস্থ হয়েছেন বলেও জানান মহাপরিচালক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ডব্লিউএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর