রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে এখনো ধোঁয়া উঠতে দেখা গেছে।
শনিবার (১৫ এপ্রিল) রাতে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা কলেজে পুকুর থেকে পানি এনে নির্বাপন কার্যক্রম চালাচ্ছে।
বিজ্ঞাপন
ধোঁয়ার কারণ কী জানতে চাইলে ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন এন্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম ঢাকা মেইলকে বলেন, ধোঁয়ার অস্তিত্ব থাকা পর্যন্ত অগ্নি নির্বাপন কার্যক্রম চলবে। হঠাৎ ধোঁয়া দেখা মাত্রই আমরা পানি দিয়ে নিয়ন্ত্রণে এনেছি। মাঝে মধ্যেই এমন ধোঁয়া দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, নিউ মার্কেটের ফায়ার সেফটি সিস্টেম দূর্বল ছিল। তাই কাজ করতে গিয়ে বেগ পেতে হয়েছে। এছাড়াও দোকানের ডেকোরেশন ও ফলস ছাদের জন্য আগুন নেভাতে কষ্টসাধ্য হচ্ছে।

কবে নাগাদ দোকানিরা ব্যবসা শুরু করতে পারবে এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, পর্যাপ্ত ফায়ার সেফটি নিশ্চয়তা না নিয়ে নিউ মার্কেটে দোকান খোলা উচিত হবে না। মার্কেটটি ঝুঁকিতে রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে রাজধানী নিউমার্কেট এলাকায় লাগা ভয়াবহ আগুনে অসুস্থ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের ঢামেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের সদস্য, একজন বিমানবাহিনী সদস্য, একজন আনসার সদস্য ও বাকিরা দোকান কর্মচারী।
ডিএইচডি/এএস




































































