রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রভাব এখনও কাটেনি। এদিকে নিউ মার্কেটের বিপরীত পাশের অংশে ঈদ বাজারে সরগরম চিত্র দেখা গেছে।
শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকেও ফুটপাত থেকে শুরু করে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়।
বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ রয়েছে— নিউমার্কেট, সংলগ্ন নিউ সুপার মার্কেটে, দক্ষিণ ভবন, চন্দিমা মার্কেট। অন্যদিকে সড়কের বিপরীত পাশের নীলক্ষেত বইয়ের বাজার থেকে শুরু করে এলিফ্যান্ট রোড পর্যন্ত সব দোকান এবং মার্কেটগুলো খোলা রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, গাউছিয়া মার্কেট খোলা রয়েছে। রয়েছে ক্রেতাদেরও ভিড়। অন্য দিকে নিউমার্কেট-গাউছিয়া পাকা ব্রিজের নিচের অংশে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। স্বাভাবিক হেঁটে চলা তো যাচ্ছে না, ভিড় সামলিয়ে সামনে যাওয়াও দুষ্কর হয়ে পড়ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ইস্টান মল্লিকা অংশ পুরোটাই হকারদের দখলে। অন্যদিকে সড়কে জ্যাম। এমন পরিস্থিতিতে অনেকেই পায়ে হেঁটে নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

এসময় গাউছিয়া মার্কেটের নিচের অংশে কথা হয় দোকানি বাতেনের সাথে। তিনি ঢাকা মেইলকে বলেন, বিকেলের দিকে দোকান খুলেছি। ক্রেতাও ছিল।
মার্কেট ব্যবসায়ী কমিটি থেকে দোকান বন্ধ রাখার কোনো নির্দেশনা ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের মার্কেটে তো আগুন লাগেনি। আমরা দোকান বন্ধ রাখব কেন? একদিন বন্ধ রাখলেই লাখ টাকা লস। এমনিতেই লোকসান গুনতে হচ্ছে।
ডিএইচডি/এএস




































































