অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় উৎসুক জনতা ভিড় জমায়। এতে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে এটা না করতে ইতোমধ্যে বারবার আহ্বান জানানো হয়েছে। এবার এতে ক্ষোভ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এই ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে লাগা আগুন সকাল ৯টার কিছু সময় পর নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।
প্রধানমন্ত্রী যখন দলের মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছিলেন তখন আগুনে জ্বলছে রাজধানীর একটি মার্কেট। নিছক দলীয় কর্মসূচি হলেও সেখানে ঘনঘন অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন সরকারপ্রধান। পরপর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনাস্থলে অহেতুক মানুষের ভিড়ের সমালোচনা করেন শেখ হাসিনা। ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি বড় বড় কয়েকটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় উৎসুক জনতার ভিড় উদ্ধারকাজ বাধাগ্রস্ত করেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে ভিড় না করতে বারবার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি ভবনে আগুন লাগলে কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সেখানেও ভিড় করে উৎসুক জনতা। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ক্ষোভ করে বলেছিলেন, উৎসুক জনতা ভিড় না করলে আগুন নেভাতে অনেক কম সময় লাগত।
জেবি




































































