মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালামাল সরানোর সুবিধার্থে খোলা হলো আজিমপুর কবরস্থান গেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:২১ এএম

শেয়ার করুন:

মালামাল সরানোর সুবিধার্থে খোলা হলো আজিমপুর কবরস্থান গেট

রাজধানীর নিউ ‍সুপার মার্কেটে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের তীব্রতা। বাড়ছে ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড়ও। ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন মালামাল সরানোর চেষ্টা করছেন। এ নিয়ে নিউ মার্কেট মিরপুর রোড অংশ এবং কবরস্থান অংশের তৈরি হয়েছে বিশাল জট। এতে ব্যবসায়ীদের মালামাল সরানোর সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে আজিমপুর কবরস্থানের গেট। 

শনিবার (১৫ এপ্রিল) সরেজমিন ঘুরে দেখা যায়, আগুনের খবর শুনে নিউ ‍সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। 


বিজ্ঞাপন


এদিকে পোস্ট অফিস গেট, বটতলা সংলগ্ন আজিমপুর কবরস্থান গেট খুলে দেওয়ায় দোকানিরা সহজেই কবরস্থানের ভেতর দিয়ে মালামাল সরাতে পারছেন। অন্য সড়কগুলো ভিড় তৈরি হলেও কবরস্থানের ভেতর দিয়ে মালামাল বাসায় নিয়ে যাচ্ছেন তারা।

ব্যবসায়রীরা বলছেন, বেলা যত বাড়ছে আগুন ততই বাড়ছে। ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন, পানি নেই। কিন্তু পাশে ঢাকা কলেজ পুলিশসহ বিজিবির বিশাল লেক। তারা এ দুইটা পানির উৎস আমলে নিচ্ছে না। আমাদের ডুকতে দিচ্ছে না ভেতরে। 

মার্কেটটির ৩৩ নম্বর দোকান মালিক আবুল কালাম ঢাকা মেইলকে বলেন, আমাদের দোকানে ডুকতে দিচ্ছে না। অল্প কিছু মাল বের করতে পেরেছি। আগুন ধেয়ে আসছে। আমাদের অন্তত কিছু মাল বের করার সুযোগ দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।


বিজ্ঞাপন


ডিএইচডি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর