মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফায়ার সার্ভিসের ১২ জনসহ আহতের সংখ্যা ২০ জনের বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১১:২৩ এএম

শেয়ার করুন:

ফায়ার সার্ভিসের ১২ জনসহ আহতের সংখ্যা ২০ জনের বেশি

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আর এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতের সংখ্যা প্রথমে ৭ জন থাকলেও তা বেড়ে ১০ জন হয়। সর্বশেষ ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ফায়ার ফাইটারদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের বাইরেও অনেক স্বেচ্ছাসেবী আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয় ১২ জন ফায়ার ফাইটার আহতের কথা। 


বিজ্ঞাপন


ah

এর আগে সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেট এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। 

এদিকে, নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জনকে ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।  

ah


বিজ্ঞাপন


তিনি ঢাকা মেইলকে বলেন, এখানে আসা ফায়ার সার্ভিসের ৯ জন, আনসারের ১ জন, বিমানবাহিনীর একজন আছেন। এছাড়াও এখানে বিভিন্ন দোকান কর্মচারী আছেন। 

তিনি আরও বলেন, যাদেরকে ভর্তি করা হয়েছে বেশির ভাগই শ্বাসকষ্টের সমস্যা। আগুন নেভানোর কাজে তারা নিয়োজিত ছিলেন। আগুনের ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট উঠেছিল, এ কারণে দ্রুত হাসপাতালে আনা হয়েছে।  

ডব্লিউএইচ/এমআইকে/কেআর/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর