চলতি মাসের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন বঙ্গবজারের একাধিক মার্কেটের প্রায় ৪ হাজার ব্যবসায়ী। ওইদিন ভোরে ব্যবসায়ীরা যখন গভীর ঘুমে তখন আগুন লাগে বঙ্গবাজারে। এরপর চোখের সামনে তাদের পুড়ে ছাই হয়ে যায় স্বপ্ন। ঠিক নিউ সুপার মার্কেটেও একই সময়ে লেগেছে আগুন।
শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। তখন বাসা বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে ব্যবসায়ীরা। কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত চলে এই মারর্কেটে বিকিকিনি।
বিজ্ঞাপন
যদিও বঙ্গবাজারের এত সকালের আগুন এমন ভয়াবহ রূপ নেওয়া নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে।
আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এই আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিইউ/এইউ




































































