মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিউ সুপার মার্কেটে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব-বিজিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

নিউ সুপার মার্কেটে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব-বিজিবি

ফের সাতসকালের আগুনে পুড়ছে রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকা। ঈদের ঠিক কয়েকদিন আগে এখানকার নিউ সুপার মার্কেটে আগুন লেগে একে একে পুড়তে শুরু করে দোকান। আগুনের তীব্রতা বাড়ায় বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিট। আর যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তৈরি না হয় সে কারণে এখানে মোতায়েন করা হয়েছে বিপুল র‌্যাব ও বিজিবির সদস্য। 

শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগার খবর শুনে দ্রুতই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে ২৫টি ইউনিট এখানে নিয়োজিত করা হয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 


বিজ্ঞাপন


এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে এখানে ভিড় বাড়তে থাকে ব্যবসায়ী-কর্মচারী ও সাধারণ মানুষের। ফলে জটলা তৈরি হয়। তাই নির্বিঘ্নে ফায়ার সার্ভিস কাজ করতে দিতে এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে কারণে র‌্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

আগুন লাগার কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এই আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর