মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগুন থেকে মালামাল বের করছেন পুরুষেরা, পাহারায় নারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

আগুন থেকে মালামাল বের করছেন পুরুষেরা, পাহারায় নারীরা

আগুন থেকে রক্ষা করার পর কিছু মালামাল চুরির অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এবার বাড়তি সতর্কতায় দোকান থেকে বের করা মালামাল পাহারা দিচ্ছেন ব্যবসায়ীদের পরিবারের নারী সদস্যরা। সড়ক কিংবা এর আশপাশে স্তূপ করে রাখা এসব মালামালের পাশের বসে থাকতে দেখা গেছে নারীদের। 

সরেজমিন ঘুরে দেখা যায়, মার্কেট সংলগ্ন আর্ট কলেজের মাঠে আগুন থেকে রক্ষা পাওয়া মালামালের স্তূপ দিয়েছে দোকানিরা। প্রায় প্রতিটি স্তূপে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে নারীরা বসে পাহারা দিচ্ছেন। এ সময় পাহারারতদের অনেককে কাঁদতে দেখা গেছে। 


বিজ্ঞাপন


আর্ট কলেজের মাঠে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন শান্তনা। ঢাকা মেইলকের সাথে আলাপকালে তিনি বলেন, সকাল থেকে যা পারছি ২/১ বস্তা মালামাল নিজেও আনছি। রোজা রেখে আর পারি না। অন্যরা আনতে গেছে। আমি পাহারা দিচ্ছি। পাহারা না দিলে মালামাল চুরি হয়ে যায়। 

নিউ ‍সুপার মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, একদল লোক অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে আগুন থেকে রক্ষা করা মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে মানুষের ভিড়ে চোর শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

ডিএইচডি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর