রাজধানী নিউমার্কেট এলাকায় লাগা ভয়াবহ আগুনে অসুস্থ ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের ঢামেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৫ জন ফায়ার সার্ভিসের সদস্য, একজন বিমানবাহিনী সদস্য, একজন আনসার সদস্য ও বাকিরা দোকান কর্মচারী।
বিজ্ঞাপন
অসুস্থ ফায়ার সার্ভিস সদস্যরা হলেন- রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), রিফাত (২৩), মো. সাব্বির (৩৩), মো. সোহেল রানা (৩৫), দিপজল (২৪), রাজিব (৩০) ও আলমগীর (৩৬)। বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩২) ও আনসার সদস্য সবুজ (২০)।

দোকান কর্মচারীরা হলেন- বায়জিদ (২৫), হাসান (২০), লিমন (২৮), শাহ আলম (২০), কামাল হোসেন (৩৩), জীবন (২২), জিসান (১৮), ইয়াসিন (২৪), স্বপন (২৩), মো. জীবন (৩০), ফিরোজ আলম (৩০), সাফিন (১৮), ফারহান (২২), চান মিয়া (১৮), রাশেদ (৩১), মারুফ (২০), মনিরুজ্জামান (৩৬) ও মোহাম্মদ আলী (২৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সকাল থেকে এ পর্যন্ত নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ ৩৫ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ফায়ার ফাইটার রয়েছেন।
বিজ্ঞাপন
কেআর/এমআর




































































