মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্ট কলেজের মাঠে মালামাল জড়ো করছেন দোকানিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

আর্ট কলেজের মাঠে মালামাল জড়ো করছেন দোকানিরা

নিউ ‍সুপার মার্কেটে আগুনের ঘটনায় মার্কেট সংলগ্ন আর্ট কলেজের মাঠে আগুন থেকে রক্ষা পাওয়া মালামালের স্তূপ দিয়েছেন দোকানিরা। দোকানিদের এসব মালামাল চুরি ঠেকাতে নিরাপত্তা কর্মীদেরও তৎপর অবস্থায় দেখা গেছে। 

লোকমুখে স্থানটি আর্ট কলেজ হিসেবে পরিচিত হলেও মূল নাম শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা থাকেন। 


বিজ্ঞাপন


সরেজমিন ঘুরে দেখা যায়, আগুন ছড়িয়ে পড়ার আগেই মালামাল সরাচ্ছেন দোকানিরা। কেউ কেউ সড়কে স্তূপ দিচ্ছেন। কেউবা সরাসরি বাসাবাড়িতে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে অনেকেই এসব মমালামাল এনে স্তূপ করছেন আর্ট কলেজের মাঠে।  

bb

এসময় দেখা যায়, প্রায় প্রতিটি স্তূপে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে মহিলারা বসে বসে পাহারা দিচ্ছেন এসব মালামাল। এসময় কাউকে কাউকে এসব মালামালের পাশে বসে কাঁদতে দেখা গেছে। 

আর্ট কলেজের নিরাপত্তা কাজে নিয়োজিত সুক্কুর ঢাকা মেইলকে বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে গেট খুলে দিয়েছি। তারা মালামাল রাখছেন। কেউ মালামাল বের করতে চাইলে সন্দেহ হলে কথা বলছি। আশা করি কেউ চুরি করতে পারবে না। মালিকদেরও সচেতন করছি।


বিজ্ঞাপন


এদিকে, আগুন থেকে কিছু মালামাল রক্ষা করা গেলেও সেগুলো চুরি হয়ে যাচ্ছে। এসব মালামাল দোকানিরা স্তূপ করে রেখেছেন সড়কের পাশসহ আশপাশের বিভিন্ন স্থানে। এসব মালামাল পাহারা দিচ্ছে এসব দোকানির পরিবারের মহিলা সদস্যরা। 

b

এসময় আর্ট কলেজের মাঠে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন খায়রুল। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বস্তায় ভরে মালামাল নিজেও আনছি। অন্যরা আনতে গেছে। পাহারা না দিলে মালামাল চুরি হওয়ার ভয়ও আছে। 

এদিকে ঢাকা মেইলকে অভিযোগ করেছেন রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে ব্যবসায়ীরা। তাদের দাবি— একদল লোক অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে আগুন থেকে রক্ষা করা মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে মানুষের ভিড়ে চোর শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

ডিএইচডি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর