রাজধানী নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একইসঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা মেইলকে ৮টা ৫০মিনিটে জানান, আমাদের ২৮টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আমাদের ফায়ার ফাইটার সতজন আহত হয়েছেন জেনেছি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওই কর্মকর্তা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে ব্যবসায়ী-কর্মচারী ও সাধারণ মানুষের। ফলে জটলা তৈরি হয়। তাই নির্বিঘ্নে ফায়ার সার্ভিসের কাজ করতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে কারণে র্যাব ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ডব্লিউএইচ/এমএইচএম




































































