মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখনও বের হচ্ছে কালো ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১২:০০ পিএম

শেয়ার করুন:

এখনও বের হচ্ছে কালো ধোঁয়া

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিশেষ মাস্ক পরে তারা পালাক্রমে ভেতরে ঢুকছেন এবং আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। এখনও কিছু কিছু মালামাল উদ্ধার করা হচ্ছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


2

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আগুন সকাল ৯টা ১০মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।

টিএই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর