শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যে কারণে কাদেরেই আস্থা শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ পিএম

শেয়ার করুন:

যে কারণে কাদেরেই আস্থা শেখ হাসিনার

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের এক বছর আগেই দলের ২২তম জাতীয় সম্মেলন শেষ করেছে ক্ষমতাসীন দলটি। উপমহাদেশের অন্যতম প্রাচীন দলটির নেতৃত্বে কারা আসছেন- তা নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। সভাপতি পদে শেখ হাসিনা যে আবারও নির্বাচিত হবেন তা নিয়ে সংশয় ছিল না কারও। তবে সাধারণ সম্পাদক পদ ঘিরে সবার আগ্রহ ছিল। নানা আলোচনার পর শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের ওপরই ভরসা রাখে আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।

গত সংসদ নির্বাচনের সময়ও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সেতুমন্ত্রী কাদের। আর ওই নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অনেকেই এখন নেই। ফলে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বাড়তি গুরুত্ব পাচ্ছেন ওবায়দুল কাদের।


বিজ্ঞাপন


দলটির অনেক নেতাকর্মীর ধারণা, নির্বাচনকে সামনে রেখেই তার (কাদের) ওপর আস্থা রেখেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদক পদে ওবায়দুল কাদেরের প্রতি আস্থা রাখছেন, এমনটা অনেক আগেই অনুমান করেছেন অনেকেই। গত ২৬ নভেম্বর (শনিবার) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) দক্ষিণ সুড়ঙ্গের কাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি অনেকটা স্পষ্ট হয়েছিল। সেদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

ওবায়দুল কাদেরকে 'ডায়নামিক' আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছিলেন, একদিকে তিনি (কাদের) পার্টির সেক্রেটারি, আবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তাকে পার্টির সেক্রেটারি করার পর আমার কাজের চাপ অনেক কমে গেছে।

গত বৃহস্পতিবার সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে সেতুমন্ত্রী কাদের বলেছিলেন, এবারের সম্মেলনে তেমন কোনো পরিবর্তন আসছে না। তবে নির্বাচনের পর আগাম সম্মেলনের দিকে যেতে পারে আওয়ামী লীগ।


বিজ্ঞাপন


এই দুই শীর্ষনেতার বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন আওয়ামী লীগের ২২তম সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে না। তার মানে, ওবায়দুল কাদেরই হচ্ছেন দলটির ‘হ্যাটট্রিক’ সাধারণ সম্পাদক। ঘটেছে তেমনটিই।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদেরকে স্বপদে বহাল রাখা হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক বছর আগে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ এই পদে নতুন কাউকে বসিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। সংসদ নির্বাচন, নির্বাচনকালীন পরিস্থিতি, রাজপথে বিরোধীদলকে মোকাবিলাসহ নানা বিবেচনায় এবারও ওবায়দুল কাদেরের বিকল্প কাউকে না ভাবায় কাদেরের ওপরই আস্থা রেখেছে দল।

২০১৬ সালে প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। ওই বছর ২০তম জাতীয় সম্মেলনে দলের নবম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ওবায়দুল কাদের। এরপর ২০১৯ সালে ২১তম সম্মেলনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকলেও বর্তমানে পুরোপুরি সুস্থ সেতুমন্ত্রী কাদের। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দুই পদই সমানতালে সামাল দিচ্ছেন আওয়ামী লীগের এই নেতা।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর