মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

আওয়ামী লীগের আমন্ত্রণে বিএনপি নেতারা কি সাড়া দিচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের আমন্ত্রণে বিএনপি নেতারা কি সাড়া দিচ্ছেন?

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর)। এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন দল। এরই অংশ হিসেবে রাজনীতির মাঠে চির প্রতিদ্বন্দ্বী বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির তিন নেতাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

তবে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের এই সম্মেলনে যোগ দেবেন কি না তা এখনও সিদ্ধান্ত নেননি। আগামীকাল সারাদেশে বিএনপির গণমিছিল কর্মসূচি থাকায় নেতারা দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত আছেন। এজন্য ক্ষমতাসীন দলের কাউন্সিলে বিএনপির পক্ষ থেকে কারও না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের তিন নেতাকে আমন্ত্রণ জানায়। এর নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক আবু সায়েম। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির যে তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।

বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের উপ- দফতর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্যকে আমন্ত্রণ জানিয়ে তাদের কার্ড আমরা পৌঁছে দিয়েছি।’


বিজ্ঞাপন


bnp2

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অনেক নেতা কারাগারে আছেন, তাদের ছাড়া এই আমন্ত্রণ কতটা গ্রহণযোগ্য হবে। জবাবে সায়েম খান বলেন, ‘দেখেন এটা সরকারের বিষয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা যেখানে মনে করেছেন যে, সরকার পরিচালনায়, আইনশৃঙ্খলা পরিচালনায় যেখানে ব্যত্যয় ঘটেছে তারা তাদের মতো ব্যবস্থা নিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব যারা ওই সংগঠনের প্রতিনিধিত্ব করেন, যারা বাইরে আছেন, সেই সকল নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।’

আওয়ামী লীগের সম্মেলনে যাবেন কি-না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঢাকা মেইলকে বলেন, ‘আমন্ত্রণের ব্যাপারে কিছু জানি না। মাত্র আপনার থেকে শুনলাম। আমি সকালে কুমিল্লায় এসেছি, আগামীকাল কুমিল্লায় আমার প্রোগ্রাম আছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘আমি আমন্ত্রণপত্র এখনও হাতে পাইনি। অফিসে দিয়েছে বলে শুনেছি। এখনও এ ব্যাপারে দলে আলাপ করিনি, আলাপ করে সিদ্ধান্ত জানাবো।’

বর্তমানে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা এই নেতা বলেন, ‘২৪ তারিখে সারাদেশে আমাদের গণমিছিলের কর্মসূচি অনেক আগেই ঘোষণা করা হয়েছে। আমাদের সবাই বিভিন্ন জায়গার অতিথি হিসেবে থাকছি। আমি চট্টগ্রাম থাকবো। এটা অনেক আগেই সেট হয়ে আছে। এখন আমার পক্ষে আওয়ামী লীগের সম্মেলনে যাওয়া সম্ভব হবে না। কিন্তু দলের পক্ষ থেকে কী করে তা এখনও জানি না।’

bnp3

এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি। এদিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় গণমিছিল না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই আহ্বানে সাড়া দিয়ে বিএনপি ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার সিদ্ধান্ত নেয়। ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ঢাকা বাদে সারাদেশে ২৪ ডিসেম্বর গণমিছিল করবে দলটি।

প্রসঙ্গত, এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৬ এবং ২০১৯ সালে দলের ২০ ও ২১তম জাতীয় কাউন্সিলেও বিএনপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল। তবে কোনো কাউন্সিলেই বিএনপির কেউ যাননি। অপর দিকে বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ সাড়া দেননি।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর