শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সম্মেলনে আসা নেতাকর্মীদের কণ্ঠে ‘স্মার্ট বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

সম্মেলনে আসা নেতাকর্মীদের কণ্ঠে ‘স্মার্ট বাংলাদেশ’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী। তাদের সবার একই প্রত্যাশা, আওয়ামী লীগ পুনরায় ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। সবার কণ্ঠেই ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা শোনা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে শুরু হওয়া সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন নেতাকর্মীরা অপেক্ষা করছেন দ্বিতীয় পর্বের। সেখানে নির্বাচিত হবে আগামী দিনের নেতৃত্ব।


বিজ্ঞাপন


বরিশাল থেকে আসা সাজিদুর রহমান বলেন, ‘সামনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সামনের নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে নৌকাকে জয়লাভ করাতে। আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন। আমাদের লক্ষ্য সামনে একটা আরও শক্তিশালী দল গঠন করে উন্নয়ন অব্যাহত রাখা। স্মার্ট বাংলাদেশ গড়া।’

league2

সুনামগঞ্জ থেকে এসেছেন দেলোয়ার হোসেন। তিনি জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন তাই তারা মেনে নেবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি একজন সহযোগী হতে চান।

গাজীপুর থেকে এসেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, আমরা চাই উন্নয়নকে এগিয়ে নিতে। স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে।


বিজ্ঞাপন


বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারছেন না শিউলি বেগম। এরপরও তিনি গাজীপুর থেকে এসেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তি আমরা। আমরা চাই দেশকে একটা উন্নয়নের ধারায় রেখে যেতে। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নাই, আওয়ামী লীগের বিকল্প নাই।’

league3

ফেনী ছাত্রলীগ কর্মী ওবায়দুর রহমান বলেন, ‘আমরা চাই নবীন ও প্রবীণদের সমন্বয়ে নতুন একটি আওয়ামী লীগ গঠন করা হবে। আমরা শেখ হাসিনার ওপর ভরসা রাখি। তার হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তৈরি হবে।’

নারায়ণগঞ্জ থেকে এসেছেন রুনা আজাদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা ওয়ান পারসন। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকেই চাই। আমিও ওবায়দুল কাদের ও শামীম ওসমানের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, খেলা হবে।’

পিএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর