শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সম্মেলন ঘিরে রাস্তা বন্ধ, রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

সম্মেলন ঘিরে রাস্তা বন্ধ, রোগীদের ভোগান্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনস্থল ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ রয়েছে। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালসহ আশপাশের হাসপাতালের রোগীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল ও বিএসএমএমইউ পাশের সড়কগুলো ঘিরে এমন ভোগান্তির চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেল বর্হিবিভাগ ছোট সন্তান নিয়ে মিরপুর থেকে এসেছেন নাজমুল হাসান। ঢাকা মেইলের সাথে আলাপকালে বলেন, রাস্তায় অসহনীয় যানজট। গাড়ি নড়েচড়ে না। একপর্যায়ে রিকশায় করে এসেছেন ডাক্তার দেখাতে।

শাহবাগ মোড়ে দেখা যায়, গাড়ি বন্ধ থাকায় রোগীদের ভোগান্তির চিত্র। নাজমা আক্তার নামে এক রোগীর স্বজন ঢাকা মেইলকে বলেন, বাবাকে নিয়ে এসেছি। সড়কে ভোগান্তি ছিল। অসুস্থ বাবাকে নিয়ে হেঁটেই প্রবেশ করতে হয়েছে।

dmc

এছাড়াও সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, ছোট বড় পিকাপ ট্রাকে এসে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দিচ্ছেন সম্মেলন সফল হওয়ার স্লোগান। স্থানটি ঘিরে দীর্ঘ উপস্থিতি তৈরি হয়েছে। তাছাড়াও দোয়েল চত্বর রমনা কালী মন্দির, টিএসসিসহ পুরো ঢাবি এলাকার আশপাশ ঘুরে একই চিত্র দেখা গেছে। এছাড়াও প্রবেশমুখগুলোতে নেতাকর্মীদের ব্যস্ততা ও চাপ দেখা গেছে।


বিজ্ঞাপন


এদিকে, গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে ১১টি পয়েন্টে সড়ক দিয়ে প্রবেশ বন্ধ এবং ডাইভারশন পয়েন্টের বিস্তারিত জানিয়েছিল রমনা ট্রাফিক বিভাগ।

তাতে কোন কোন সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে এবং কোন কোন সড়ক বন্ধ থাকবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি সম্মেলনে আসা ব্যক্তিদের গাড়ি কোথায় কোথায় পার্কিং করতে হবে নির্দেশনায় তাও বলা হয়। 

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনায় বলা হয়েছিল, সম্মেলনকে কেন্দ্র করে কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্জ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ থাকবে। এসব এলাকার মাঝে কোনো ধরনের যানবাহন রাখা যাবে না এমনকি যানবাহন চলবেও না। এসব সড়ক এড়িয়ে চলার জন্য ট্রাফিক বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সম্মেলনে আগত ব্যক্তিদের ব্যক্তিগত গাড়ি এবং যানবাহন রাখার বিষয়ে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ, মল চত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর ক্রসিং পর্যন্ত রাস্তার দু’পাশে, ফুলার রোডের দুই পাশে, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হলের সড়কের দুই পাশে, সবজিবাগান থেকে নেভাল গ্যাপ, সুগন্ধা থেকে অফিসার ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল গলি, নেভাল গেট এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশ এবং মতিঝিল ও দিলকুশা এলাকার সড়কের দুই পাশে যানবাহন রাখতে বলা হয়েছে।
 
ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর