শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভোটচুরির দুরভিসন্ধি থাকলে ইসিকে শক্তিশালী করতাম না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

ভোটচুরির দুরভিসন্ধি থাকলে ইসিকে শক্তিশালী করতাম না: প্রধানমন্ত্রী

ভোটচুরির দুরভিসন্ধি থাকলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতো না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে বলে দাবি করেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২২তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বিএনপি ‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন করেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘ভোটচুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি। জনগণ খালেদা জিয়াকে পদত্যাগে বাধ্য করেছে। পরে ১২ জুনের নির্বাচনে আমরা সরকার গঠন করি।’

শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমাদের জেলে নিক আর যাই করুক, আমাদের কিছু প্রস্তাব বাস্তবায়ন করেছিল। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এটা আমাদের প্রস্তাব ছিল। আমাদেরই স্লোগান ছিল- আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। আগে আটটি সক্ষমতা তাদের নিজস্ব ছিল না। আমরা সেটা প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের হাতে দিয়েছি। বাজেট থেকে সরাসরি তাদের টাকা দেওয়া হয়, যাতে তারা কাজ করতে পারে। ইভিএমের কাজ শুরু হয়েছে। ভোট চুরির দুরভিসন্ধি থাকলে আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করতাম না। আজিজ মার্কা কমিশন করেই ভোট করতে পারতাম।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ক্ষমতায় যেতে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল খালেদা জিয়া। আওয়ামী লীগ এসে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। বর্তমানে ভোটার আইডি স্মার্ট করা হয়েছে। ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।’


বিজ্ঞাপন


hasina2

বিদ্যুৎ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে বিদ্যুতের কথা বলে খাম্বা দিয়েছিল। আর আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার মেগাওয়াটে নিয়ে গেছে। দেশের প্রতিটি ঘরে আলো পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার।’ এ সময় সরকারপ্রধান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু দিন লোডশেডিং দিতে হয়েছিল। তবে এখন আল্লাহর রহমতে সেটা দিতে হচ্ছে না। তবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে আবারও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তাকে বারবার দলের প্রধান নির্বাচিত করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া টানা তিন মেয়াদে ক্ষমতায় রাখায় দেশবাসীকেও তিনি অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। সেখানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর