শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আওয়ামী লীগের সম্মেলনে বাজেট তিন কোটি ১৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০১:১৫ এএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের সম্মেলনে বাজেট তিন কোটি ১৩ লাখ টাকা
ফাইল ছবি

১৯৪৯ সালের ২৩ জুন রাজধানীর রোজ গার্ডেনে জন্ম নেওয়া দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। এর আগে সম্মেলন দুই দিনব্যাপী হলেও এবার তা একদিনেই শেষ করবে ক্ষমতাসীন দল। জাতীয় কমিটি এবারের সম্মেলনে বাজেট নির্ধারণ করেছে তিন কোটি ১৩ লাখ টাকা। 

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


বিজ্ঞাপন


সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কৃচ্ছতাসাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমানো হয়েছে। 

এদিকে প্রতিবার সম্মেলনে আওয়ামী লীগ তাদের মঞ্চের মাধ্যমে নানা বার্তা দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের নানা দিক ফুটে উঠতে যাচ্ছে সম্মেলন মঞ্চে। এসব বিষয় মাথায় রেখেই সম্মেলন মঞ্চের থিম তৈরি করবে ক্ষমতাসীন দল। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক বলেন, 'গতবারও আমি সাজসজ্জা কমিটির চেয়ারম্যান ছিলাম। আমরা সারা ঢাকা শহরে বিশাল সাজসজ্জা করেছি। তবে সাধারণভাবে দেশের সার্বিক পরিস্থিতির আলোকে, দেশের অর্থনীতির পরিস্থিতির আলোকে এবার আমরা এটা করছি না। যেটুকু না করলেই না, আমরা সেটুকুই করছি।'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, 'আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। সম্মেলনকে ঘিরে নানা উৎসাহ নেতাকর্মীদের মধ্যে থাকে। তবে বর্তমান অবস্থা বিবেচনায় এবারের সম্মেলন কিছুটা ভিন্ন হবে। নেতাকর্মীরা আসবে। তবে তেমন জাকজমক থাকছে না। আলোকসজ্জা করা হচ্ছে না। দুইদিনব্যাপী সম্মেলন এবার একদিন হবে।'


বিজ্ঞাপন


নাছিম জানান, এবারের সম্মেলনে বাদ্যবাজনা থেকে শুরু করে সকল ধরণের জাকজমক পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

জানা গেছে, কাউন্সিলরদের প্রতি কেন্দ্রের নির্দেশ, ব্যতব্যয়ী হওয়ার। কোনো ধরণের অযাচিত ব্যয় না করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ 

কারই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর