শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সম্মেলন ঘিরে মোড়ে মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:০১ এএম

শেয়ার করুন:

সম্মেলন ঘিরে মোড়ে মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি

বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনস্থল ঘিরে আশপাশের মোড়ে মোড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলো ঘিরে এ সরব উপস্থিতি দেখা যায়।
  
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, ছোট বড় পিকাপ ট্রাকে এসে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দিচ্ছেন সম্মেলন সফল হওয়ার স্লোগান। স্থানটি ঘিরে দীর্ঘ উপস্থিত তৈরি হয়েছে। 
এছাড়াও দোয়েল চত্বর রমনা কালী মন্দির, টিএসসিসহ পুরো ঢাবি এলাকার আশপাশ ঘুরে একই চিত্র দেখা গেছে। এছাড়াও প্রবেশমুখগুলোতে নেতাকর্মীদের ব্যস্ততা ও চাপ দেখা গেছে।


বিজ্ঞাপন


টিএসসি গেটে এলাকায় কথা হয় আমানউল্লাহ নামে একজনের সাথে। তিনি ঢাকা মেইলকে বলেন, আমাদের প্রাণের সম্মেলন। মানিকগঞ্জ থেকে রওনা হয়েছি। সকালে এসে নেমেছি। শাহবাগ মোড়ে নাস্তা করে সম্মেলনস্থলে প্রবেশ করছি।

এদিকে প্রবেশমুখগুলোতে নেতাকর্মীদের চাপ দেখা গেছে। প্রবেশমুখে শৃঙ্খলা রাখতে লাইন তৈরি করা হয়েছে। একেকটি লাইনে অবস্থান করছেন শ-দেড়শো কাউন্সিলর-ডেলিগেট।

এক্ষেত্রে সুবিধা পাচ্ছেন নারী নেত্রীরা। তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। তাদের জন্য রাখা হয়েছে আলাদা গেট।

রমনা শিশুপার্ক গেট দিয়ে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা। সকাল থেকে সেখানেও অতিথিদের চাপ দেখা গেছে।


বিজ্ঞাপন


আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন।

সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের সকল কেন্দ্রীয় নেতারাই সম্মেলনে অংশ নিয়েছেন। সারাদেশ থেকে এসেছেন কাউন্সিলর-ডেলিগেটরা। সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশের এলাকা।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর