শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘আ.লীগের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশও হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

‘আ.লীগের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশও হবে’

ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে। স্মার্ট বাংলাদেশও আওয়ামী লীগের হাত ধরেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের অনুষ্ঠানস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তথ্যমন্ত্রী বলেন, ‘সেই পাকিস্তান আমলেও বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন আওয়ামী লীগের ঘর থেকেই শুরু হয়েছে এবং আওয়ামী লীগ থেকেই জাতিকে অবহিত করা হয়েছে। জাতিকে প্রস্তুত করা হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্পবিপ্লবে কয়েক দশক করে পিছিয়ে পড়লেও এখন চতুর্থ শিল্প বিপ্লবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পিছিয়ে নেই। অনেকের আগে ২০০৮ সালে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ভেবেছে, যেটি ভারত ২০১৫ সালে, যুক্তরাজ্য ২০০৯ সালে ভেবেছে।’

>> আরও পড়ুন: ক্ষমতায় না গেলে বিএনপি নদীতে ভেসে যাবে: কাদের


বিজ্ঞাপন


আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুধু দলের জন্যই নয়, জাতীয় জীবনেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৬৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে সম্মেলন সংগীত ছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এবং সেই সংগীতই পরে আমাদের জাতীয় সংগীত হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবার আওয়ামী লীগের সম্মেলন থেকে দেশ গঠনে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাবার লক্ষ্যে বার্তা থাকে। এবারেও দেশকে এগিয়ে নেওয়া, দেশের রাজনীতিকে কলুষমুক্ত করা ও রাজনীতিতে যে অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে এবং বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে যে লালন-পালন করা হচ্ছে, সেইসব বিষয়েও সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে।’

এ সময় আওয়ামী লীগের এবারের সম্মেলন অন্যবারের তুলনায় কম জাঁকজমকপূর্ণ হলেও এতে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে মিল রেখে অনেককিছু থাকবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে অন্যদের মধ্যে দলটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক এমপি মো. নবী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর