বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আ.লীগের সাধারণ সম্পাদক পদে জয়কে চায় ওলামা লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

আ.লীগের সাধারণ সম্পাদক পদে জয়কে চায় ওলামা লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে খুব একটা পরিবর্তন বা চমকের আলোচনা নেই। সভাপতি পদে বিকল্প নেই শেখ হাসিনার। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের সম্ভাবনা অনেকটা জোরালো হলেও আলোচনায় আছে আরও কয়েকজনের নাম। তবে সব নাম ছাপিয়ে সাধারণ সম্পাদক পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

সংগঠনটির নেতাদের ভাষ্য— আগামী দিনে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয়কে সাধারণ সম্পাদক করার দাবি তাদের। তবে সভাপতি হিসেবে শেখ হাসিনা বিকল্প নেই বলেও জানিয়েছেন নেতারা।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করেন ওলামা লীগের নেতারা।

এদিন সকাল ১১টার দিকে প্রায় ২০ জনের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মিছিল নিয়ে জড়ো হয়।

সেখানে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দলের সাধারণ সম্পাদক পদে সজীব ওয়াজেদ জয়কে আনতে হবে। সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করছে এই সরকার। আমরা চাই শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ থাকুক।’

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য ওবায়দুল কাদেরসহ অন্তত ১০ নেতা এই প্রত্যাশী ছিলেন।

তাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামও আলোচনায় আছে। 

তবে নির্বাচন সামনে রেখে এই পদে নতুন মুখ আনার ক্ষেত্রে সভাপতির আগ্রহ নেই বলে শোনা যাচ্ছে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর