নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান নেই বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কোরাইশী।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রংপুর বিভাগের পক্ষ থেকে বক্তৃতায় তিনি এই দাবি করেন।
বিজ্ঞাপন
সাদেক কোরাইশী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো অবস্থান নেই। ঢাকায় এসে মিথ্যা কথা বলে অনেক বড় নেতা হয়েছেন। গত তিনবার নির্বাচনে হেরেছেন মির্জা ফখরুল, এবারও লক্ষাধিক ভোটে পরাজিত হবেন।’
কোরাইশী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির থেকে উপচেপড়া ঝুড়িতে পরিণত হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। প্রথম অধিবেশ শেষ হয় বেলা সোয়া একটায়। বিকাল তিনটা থেকে দ্বিতীয় অধিবেশন চলছে। সম্মেলনের এ পর্যায়েই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিজ্ঞাপন
কারই/জেবি
















































































