শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

জীবন থাকতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে দেব না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

জীবন থাকতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে দেব না: শেখ হাসিনা

তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, জীবন থাকতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধামনন্ত্রী শেখ হাসিনা। তিনি এবং তার পরিবার দুর্নীতি করতে ক্ষমতায় আসেননি বলেও জানান সরকারপ্রধান।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শেখ হাসিনা বলেন, ‘আমরা দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি। আমি বঙ্গবন্ধুর কন্যা, বেঁচে থাকতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে দেব না। বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে কারও হাতে তুলে দেব না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা।’ এ সময় পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা বিশ্বব্যাংকের অর্থায়ন না নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। 

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আমার লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশের স্বাধীনতা যেন ব্যর্থ না হয়। এজন্য দেশের মানুষের ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেছি। জীবন থাকতে মানুষের স্বার্থ নষ্ট হতে দেব না। ভোট চুরি করলে এদেশের মানুষ কোনোদিন মেনে নেয় না, মেনে নেয়নি।’

HHH

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যখন দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আমরা সমগ্র বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কমিউনিটি ক্লিনিক চালু করেছি। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশিদের মাথপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়ন দিয়েছে, সমৃদ্ধি এনে দিয়েছে। অন্যদিকে, দেশকে হত্যা, খুন, জঙ্গিবাদ আর বিদ্যুৎবিহীন খাম্বাই শুধু দিয়েছে বিএনপি।’


বিজ্ঞাপন


উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করেছি। সাক্ষরতার হার ৭৫.২ ভাগে এনেছি আমরা। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, বিনামূল্যে বই দেওয়া, শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি ও দক্ষ মানুষ গড়ে তুলতে কারিগরি শিক্ষা বিস্তারের জন্য আমরা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। স্কুল, কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেছি।’

pm2

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্র্যসীমা ৪৪ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছি। আমরা স্যাটেলাইট স্থাপন করেছি। দেশের বিভিন্ন জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিয়েছি। পদ্মা সেতু থেকে শুরু করে দেশে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছি।’

সরকারপ্রধান বলেন, ‘২০০৮-এ জয়লাভ করে ২০০৯-এ সরকার গঠন করেছি, আজকে ২০২২। পরপর তিনবার ক্ষমতায়। আর ক্ষমতায় আছি বলেই আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। যেখানে বাংলাদেশের বাজেট হতো মাত্র ৬২ হাজার কোটি টাকার। এই ২০২২-২৩ অর্থবছরে আওয়ামী লীগ বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।’

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর