আওয়ামী লীগের নেতা-নেত্রীদের ছবি সংবলিত নৌকা নিয়ে খুলনা থেকে ঢাকায় এসেছেন মো. মিনারুল ইসলাম। তার বাড়ি খুলনা জেলার নকসা গ্রাম, আমাদী থানা। তিনি বলেছেন, এই নৌকা বানাতে আমার খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা। আমি চাই শেখ হাসিনা সরকার বারবার ক্ষমতায় আসুক। আওয়ামী লীগের হাতেই এই সোনার বাংলা নিরাপদ।
তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আজ আমাদের নেত্রী শেখ হাসিনা সম্মেলনে যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। শেখ হাসিনার সিদ্ধান্তে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’
বিজ্ঞাপন
শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এই আয়োজন উপলক্ষে লোকে লোকারণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। এই সম্মেলনে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
পিএস/এইউ
















































































