শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাজধানীতে সহিংসতা: ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

Clash
ঢাকায় শনিবারের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকায় শনিবারের ব্যাপক রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে দেশটি।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় এই নিন্দা জানায়।


বিজ্ঞাপন


এদিন রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হলো।

 

আরও পড়ুন

টানেল যুগ: প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়।


বিজ্ঞাপন


Diplomacy

এতে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।

বার্তায় আরও বলা হয়, আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে।

/জেএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর