সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

সমাবেশ শেষে মতিঝিল ছাড়ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

Assembly
সমাবেশস্থল ত্যাগ করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ছবি: ঢাকা মেইল

পূর্বঘোষিত সমাবেশ শেষে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা ছাড়তে শুরু করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়ে সোয়া ৩টার দিকে শেষ হয়। পরে নেতাকর্মীরা সমাবেশস্থল ছাড়তে শুরু করেন।


বিজ্ঞাপন


তবে জামায়াত নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করার সময় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। একই সময় তারা মতিঝিলের শাপলা চত্বরের সামনে ব্যারিকেড দিয়ে বিকল্প রাস্তা দিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থল ত্যাগ করতে বলেন।

 

আরও পড়ুন

গুলিস্তানজুড়ে সংঘাতময় পরিস্থিতি

এর আগে সকাল ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত আরামবাগ মোড় পর্যন্ত অবস্থান নিয়েছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সেখানে আরামবাগ ফুটওভার ব্রিজের নিচে শক্ত ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে পুলিশ। পরে দুপুর পৌনে ১টার দিকে জামায়াতের বড় একটি মিছিল সার্কুলার রোড হয়ে মতিঝিল শাপলা চত্বর-আরামবাগ সড়কে প্রবেশ করে। একপর্যায়ে আরামবাগ এলাকাতেই সমাবেশ করে তারা।


বিজ্ঞাপন


 

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর